Covid -19, April 27, 2020

√ খুলনায় মোট কোভিড-১৯ পজেটিভ ৯ জন!

সুস্থ হয়ে উঠেছেন ১ জন | মৃত ১ জন।

গত ২৪ ঘন্টায় পজেটিভ – ১ জন।

আক্রান্ত রোগীর তথ্যঃ

মোঃ আলী আযম খান (৫৯)
৪নং প্রতাশা আবাসিক এলাকা, নিরালা

তিনি রাজারবাগ পুলিশ লাইন এ কর্মরত ছিলেন। গত ২৩/০৪/২০২০ তারিখ খুলনা আগমন করেন।

বর্তমানে তিনি বাসায় হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন।

৪নং রোড ও তৎসংলগ্ন এলাকা লকডাউন করা হয়েছে।

সূত্রঃ সিভিল সার্জন অফিস, খুলনা

© মিথুন

Comments Using Facebook